
বিশিষ্ট শিল্পপতি, চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী কে এস নজুমিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অতি সম্প্রতি আগামী দু’বছরের নতুন পরিচালনা কমিটি অনুমোদন দিয়েছে। ১৯৪৭ সালে নজু মিয়া সওদাগর এই
বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সে সময়ে এটাই ছিল এলাকার একমাত্র উচ্চ বিদ্যালয়। ২৫ একর এলাকা জুড়ে অবস্থিত বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ৬৫০। নতুন পরিচালনা কমিটির প্রথম সভায় সভাপতি, মরহুম নজুমিয়া সওদাগরের প্রপৌত্র মোরশেদ মুরাদ ইব্রাহীম বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক কলেজে উন্নীত করা এবং অবকাঠামোগত
উন্নয়নের প্রচেষ্টা চালাবেন বলে জানান। তিনি আগামী দু’বছর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের দুপুরের টিফিন সরবরাহ করবেন বলে প্রতিশ্রুতি দেন।