প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ৬ষ্ঠ ত্রি বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল-২০১৯ খ্রি. গত ৫ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সম্পন্ন হয়। সমিতির বিদায়ী সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলম ও বিদায়ী সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের স ালনায় এতে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইতিহাসবিদ ও সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুঈনুদ্দীন আহমদ খান। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সমিতির সিনিয়র সহ-সভাপতি
আলহাজ্ব মুহাম্মদ শওকত আলী নূর। সভায় সমিতির ত্রি-বার্ষিক প্রতিবেদন (২০১৬-২০১৯ খ্রি.) উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজ। যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর সমিতির ত্রি-বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদন পেশ করেন সমিতির অর্থ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম। সেটিও সর্বসম্মতিক্রমে পাস
হয়। সভায় শোক প্রস্তাব উত্থাপন করেন সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদুল আলম। এরপর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম. নুরুল হুদা কুতুবী ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। আলহাজ্ব মুহাম্মদ শওকত আলী নূর কে সভাপতি ও হাফেজ সালামত উল্লাহকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা
করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সম্পাদনায় প্রকাশিত স্মরণিকা “ফিরে দেখা-২০১৯” এর মোড়ক উন্মোচন করা হয়। এরপর ২০১৬-২০১৯ কার্যকালের কার্যনির্বাহী কমিটির নানা কর্মকা-ে কৃতিত্বপূর্ণ ও সৃজনশীল অবদানের স্বীকৃতি স্বরূপ সমিতির সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল
আজিজকে “শ্রেষ্ঠ সংগঠক” হিসেবে সম্মাননা প্রদান করা হয়।শেষ পর্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। নতুন কার্যনির্বাহী কমিটিকে শপথ পাঠ করান প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুঈনুদ্দীন আহমদ খান। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রধান
অতিথির বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন প্রফেসর ড মুঈনুদ্দীন আহমদ খান, সমিতির বিদায়ী কমিটির সহ সভাপতি মোতাছাম বিল্লাহ, যুগ্ম সম্পাদক ছৈয়দ হাফেজ আহমদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আ ন ম নাসির উদ্দিন। এতে উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম নুরুল হুদা কুতুবী,
প্রাক্তন সভাপতি ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এনামুল হক, প্রাক্তন সভাপতি এস এম হুমায়ুন কবির চৌধুরী কা ন, প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন হায়দার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন সভাপতি ড.
মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, সমিতির পৃষ্ঠপোষক এস এম মাহবুবুর রহমান, মো. হারুনুর রশীদ প্রমুখ। পরিশেষে সমিতির বিদায়ী সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলমের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ষষ্ঠ ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল-২০১৯ সমাপ্ত হয়।