
নোয়াখালীর চাটখিলে অভিযান চালিয়ে লাকি বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ৮২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১ লাখ ২৩ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়েছে।শনিবার দিবাগত রাতে ১২টার দিকে পূর্ব আবু তোরাব গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত লাকি বেগম লক্ষ্মীপুর
জেলার রামগঞ্জ উপজেলার মুক্তারপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।মাদক বিরোধী অভিযানে নেতৃত্বদানকারি চাটখিল থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, লাকী বেগম চিহ্নত ইয়াবা কারবারি। তার বিরুদ্ধে চাটখিল থানায় ৩টি ও রামগঞ্জ থানায় ২টি মাদক মামলা রয়েছে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল
ইসলাম জানান, তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।তিনি বলেন, উপজেলাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও অবৈধ আগ্নেয়াস্ত্র মুক্ত করতে পুলিশের অভিযান চলমান থাকবে।