
মেহেরপুরে ট্রাক চাপায় দারিয়াপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব আলি (৫৫) নিহত হয়েছেন। নিহত আফতাব আলি মেহেরপুর শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা। আজ বুধবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলা গেটের সামনে চলন্ত ট্রাকের চাপায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হয় একই মটর বাইকে
থাকা তার স্ত্রী চকশ্যানগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সুত্রে জানা যায়, নিহত আফতাব আলী ও তার স্ত্রী হালিমা খাতুন কমস্থলে যাওয়ার সময় সদর উপজেলা গেটের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে দেয়। এতে দুজনেই পরে
যায় এবং ট্রাকের চাকা নিহত আফতাব আলীর মাথার উপর দিয়ে চলে যায়। এসময় সে ঘটনা স্থলেই নিহত হয়। এবং মারাত্মক আহত অবস্থায় তার স্ত্রী হালিমা খাতুনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।সদর থানার ওসি শাহ দারা এ তথ্য নিশ্চিত করেছেন। এবং ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে বলে জানান।