
৯নং উত্তর পাহড়তলী ওয়ার্ড কাউন্সিলর ও পাহাড়তলী গালর্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হাজী মো: জহুরুল আলম জসিম বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদেরকে সচেতন হতে হবে সর্বাগ্রে। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও শিক্ষকদের কাছ থেকে ক্লাসের পড়া ক্লাসেই আদায় করে নিতে হবে শিক্ষার্থীদেরকে। চাকচিক্যময় বাহারি কোচি সেন্টার মুখী না হয়ে বিদ্যালয়ের বিশেষ ক্লাসে নিয়মিত ক্লাস করে শিক্ষার্থীদেরকে আগামীর এস.এস.সি পরীক্ষার জন্য এখন হতে প্রস্তুতি নিতে হবে। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হলে কোন শিক্ষার্থীকে
চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি বছরের ৫ম, ৮ম ও এস.এস.সি পরীক্ষায় শতভাগ পাশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন হতে হবে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সৎ চরিত্রের নৈতিকতা সম্পন্ন সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাহাড়তলী গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়ন কল্পে পরিচালনা পরিষদ শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। অদ্য ২৮ এপ্রিল সকাল ১১টায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:
ফজলুল করিম’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিচালনা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মোঃ ওমর ফারুক সুমন, মোঃ কামাল মিয়া, মোঃ আলী, আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল বাকি, সহকারী প্রধান শিক্ষক শাহ মোঃ ইমরান, শিক্ষিকা জেসমিন আক্তার রব ও ৫ম, ৮ম ও ১০ম শ্রেণীর, শ্রেণীর শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।