
গত ১৩ এপ্রিল, গাড়ী চালককে হত্যা করে গাড়ী অপহরণ করার সময় মানবাধিকার বাস্তবায়ন কমিশন আকবর শাহ্ থানা কমিটির ভাইস প্রেসিডেন্ট সবিতা রানী বিশ্বাস’র সহযোগীতায় হত্যাকারী চার আসামীকে গ্রেপ্তার করা হয়। এ চার আসামীকে গ্রেপ্তারে সহযোগিতা করায় তাকে মানবাধিকার বাস্তবায়ন কমিশন চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর ড. নেছার আহমেদ মঞ্জু, মানবাধিকার বাস্তবায়ন কমিশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সেলিম হোসেন চৌধুরী, আকবর
শাহ থানা কমিটির সহ-সভাপতি লোকমান হোসেন, আকবর শাহ্ থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন আহমেদ জাহেদ, মহিলা সম্পাদিকা মিলি চৌধুরী, মানবাধিকার বাস্তবায়ন কমিশন আকবর শাহ্ থানা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, কার্যকরি সদস্য মোঃ জসিম উদ্দিন, মোঃ মহিউদ্দিন প্রমুখ।