
আল ওমায়ের
নগরীর বহদ্দারহাটের পুলিশ বক্সের বিপরীতে একলাছুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে খালের উপর নির্মিত ওয়াসার মেইন লাইনের গেইট বাল্প ফুটো হয়ে দিন রাত অঝরে পানি পরতে থাকে।আমরা সকলে জানি পানির অপর নাম জীবন। যে পানি খেয়ে আমরা বেঁচে থাকি। সেই পানি দিন রাত এভাবে অপচয় হচ্ছে। অথচ অনেক জায়গায় পানির অভাবে জীবনযাপন করছে হাজার হাজার মানুষ। কিন্ত এইদিকে দেখা প্রতিদিন অপচয় হচ্ছে শত শত লিটার পানি।
এই বিষয়ে স্থানীয় একজন চায়ের দোকানদার থেকে জানতে চাইলে তিনি বলেন আমি আর আমার স্ত্রী আজকে এইখানে অনেকদিন ধরে চা বিক্রি করি, আজ কয়েকদিন যাবত এই ওয়াসার পাইপ দিয়ে এভাবে পানি পরতে থাকে দিনের পর দিন। তদ্রপ একই কথা বলেছেন বহদ্দারহাট থেকে মার্কেট যাওয়া পরিবহন ড্রাইভাররাও। এই বিষয়ে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের হট লাইনে মুঠোফোনে বারবার যোগাযোগ করতে চাইলে কেউ ফোন ধরেনি। দিন রাত এভাবে পানি অপচয় বন্ধ করতে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। শীঘ্রই চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে সেই আশা রাখছেন বহদ্দারহাট এলাকাবাসী।