পটিয়ায় ইসলামী ছাত্রসেনা ও গাউছিয়া কমিটির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও মাহে রমজান শীর্ষক আলোচনা সভা গতকাল(শুক্রবার) উপজেলার ঈশ্বরখাইন সুন্নিয়া জামে মসজিদে উপজেলা ছাত্রসেনার সাবেক সহ সভাপতি মাওলানা মহিউদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ জোবাইরুল হক, উদ্বোধক ছিলেন ধলঘাট ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি কামাল উদ্দীন সওদাগর, প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ ফরিদ উদ্দীন আল কাদেরী, বক্তব্য রাখেন যুব নেতা মুহাম্মদ মহিউদ্দীন,
মোহাম্মদ শাহ ইসলাম, আবু নাছের, ছাত্রনেতা মুহাম্মদ ফয়সাল সওরয়ার মুন্না, ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ আরিফ, ছোটন, মানিক, আরফাত, অমিত, তাকিব প্রমুখ। ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস, পবিত্র রমজানের মাধ্যমে ধনীরা গরীবের দুঃখ অনুভব করতে পারবে।