
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আ.ন.ম ওহিদ কনা মিয়া বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ ছিলেন, একজন বিশ্ব বরণ্য নেতা। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের ন্যায় বিশ্ব ব্যাপী জাতীয় পার্টির নেতা-কর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। হুসেইন মোহাম্মদ এরশাদ না ফেরার দেশে চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। তিনি আরো বলেন, যতদিন রাষ্ট্রধর্ম ইসলাম, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, জেলা
ও উপজেলা পদ্ধতিসহ ওষধনৈতি চালু থাকবে ততদিন বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের নাম থাকবে। তিনি পল্লীবন্ধুর স্বপ্ন পূরণে মান-অভিমান ভুলে পার্টিকে এগিয়ে নিতে দেশবাসীকে সাথে নিয়ে জাতীয় পার্টি ও যুবসংহতির সকল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে ময়দানে কাজ করার আহবান জানান। মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ নগর ভবন প্রাঙ্গনে ছাতক উপজেলা জাতীয় পার্টি ও যুবসংহতি কর্তৃক আয়োজিত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধি দলীয় নেতা, পল্লীবন্ধু
মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল লেইছ মো. কাহারের সভাপতিত্বে, যুব সংহতির কেন্দ্রিয় কমিটির সদস্য, ছাতক উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম জহির ও সুনামগঞ্জ জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মাহবুব আহমদ নিউটনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমদ, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রিয় কমিটির সহ-
সভাপতি ডাক্তার আবদুল আউয়াল, জাতীয় পার্টির দিরাই উপজেলা শাখার সভাপতি জাহির আলী, জাতীয় পার্টি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সভাপতি হারুন আহমদ, জাতীয় পার্টি জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি এইচ এম ফারুক, দোয়ারাবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ হেলালী, জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল মান্নান তালুকদার, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক এডভোকেট নাজমুল হুদা হিমেল, জাতীয় পার্টি বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কৃষি বিষয়ক
সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টার, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আবদুল্লাহ, ছাতক উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, জাপা নেতা আবদুল হান্নান পীর, জাপা নেতা সাংবাদিক সাকির আমীন, ডাক্তার খলিলুর রহমান, মনির উদ্দিন, ছাতক উপজেলা যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি সাচ্চু বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, যুবনেতা শামীম আহমদ, ইসমাঈল হোসেন, অলি আহমদ ছায়েদ, আমির হোসেন, মোহন মিয়া, রাসেল মিয়া, নুর মিয়া, আবুল খয়ের। এসময়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু তাইয়্যাব, লায়েছ মিয়া, আলাল মিয়া, আবদুল কদ্দুস, হারিছ আলী, আনছার মিয়া, উসমান আলী, রিপন মিয়া, আবু সুফিয়ান, হেলাল উদ্দিন, বাবুল মিয়া, নুরুল হক, ছালিক মিয়া, দিপু চৌধুরি, ফারুক আলী, কয়েচ আহমদ, নুর মিয়া, সাজ্জাদ মিয়া প্রমূখ। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।