
নিজে সচেতন হোন, আপনার আশেপাশের লোকজনদের সচেতন করুন। ডেঙ্গুু একটি ভাইরাস জনিত রোগ। এই ভাইরাস বহন করে এডিস মশা। এডিস মশা পরিস্কার পানিতে জন্মায়। আপনার আশেপাশে জমে থাকা পানি পরিস্কার করুন, তাহলেই এডিস মশা জন্ম নিতে পারবে না। আমরা ডেঙ্গু রোগমুক্ত থাকব। তাছাড়া আপনার আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। কেননা পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের ঈমানকে মজবুত রাখতে হলে সচেতনতার পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতা অবশ্যই প্রয়োজন। আপনি যা করবেন আপনার ভবিষ্যত
প্রজন্ম তাই শিখবে। এভাবেই আমরা সকলেই মিলে সুন্দর সমৃদ্ধ ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তুলতে পারব। তৃণমুল এনডিএম চট্টগ্রাম জেলা কর্তৃক ডেঙ্গু রোগ নির্মূলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা ও মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৃণমুল এনডিএম’র চেয়ারম্যান খোকন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
অদ্য ৭ আগস্ট বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর ওসমানীয়া চৌধুরী গেইট এলাকায় তৃণমূল এনডিএম চট্টগ্রাম জেলা কর্তৃক এক আলোচনা সভা ও মশারি বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম
জেলা কমিটির দপ্তর সম্পাদক মো: সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তৃণমূল এনডিএম’র ভারপ্রাপ্ত মহাসচিব মো: নুরুল ইসলাম চৌধুরী, ওসমানীয়া গ্লাস সিই ফ্যাক্টরীর সিবিএ’র সভাপতি মো: তাজউদ্দিন, সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম, সাবেক কমিশনার মো: আমজাদ হোসেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো: রিয়াজ, মো: আলী শাহ্, মো: টুটুল, মো: ইউসুফ, মোছাম্মৎ সিরাজুন নুর প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ডেঙ্গু রোগ নির্ণয়ে বিভিন্ন লক্ষ্যনীয় চিহৃ প্রচার-প্রচারণা করেছে। ইতিমধ্যে আপনারা এ বিষয়ে অবগত হয়েছেন। অতএব আপনার/আপনাদের পরিবারের কোন সদস্যের যদি এরূপ কোন লক্ষন দেখে থাকেন অতিদ্রুত সরকারি হাসপাতাল গুলোতে নিয়ে যাবেন। বর্তমান সরকার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করেছেন এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গুরোগ নির্মূলে সবাইকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।