
চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আ’লা হযরত আহমদ রেজা খান ফাদ্বেলে বেরলভী (রহ:) ১০১তম ওরশ মোবারক ও শাহ্ আমানত হজ্ব কাফেলার প্রতিষ্ঠাতা আমিরুল হুজ্জাজ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ:) এর মাসিক ফাতেহা গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার বাদে মাগরীব শাহ্ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ইয়াছিন জহুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান কাদেরী, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা আবদুল নবী আল কাদেরী। কুরআন তেলোয়াত ও
নাতে রাসূল (দ:) পরিবেশন করেন ক্বারী মাওলানা তারেক আবেদীন। মাহফিলে উপস্থিত ছিলেন শাহ্ আমানত হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন জহুর, আলহাজ্ব মুহাম্মদ সাইফুদ্দিন জহুর, মুহাম্মদ মাঈনুদ্দিন, মাওলানা লেয়াকত আলী নোমানী, মাওলানা আলী শাহ্ নেছারী, মাওলানা মোখতার আহমদ রজভী, মাওলানা শহিদুল্লাহ, এডিএম আরুছুর রহমান, ক্বাজী আনোয়ার, নজরুল ইসলাম, মুহাম্মদ তারেক, রেজাউল করিম, নুরুল ইসলাম, মুহাম্মদ জাহাঙ্গীর, সামশুল ইসলাম, মিলন মেহেদী, বোরহান উদ্দিন আরফাত, মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা
আইয়ুব, আলী আকবর, মুহাম্মদ মোস্তফা, নুরুল হক, মুহাম্মদ ইমরান, আইয়ুব খলিফা, হাফেজ মাওলানা এরশাদ, হাফেজ নুর উদ্দিন, হাফেজ হারুনুর রশিদ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাহমুদুল হক, মাওলানা আবদুল্লাহ, রাশেদুল আলম, হাফেজ হামিদুল্লাহ, মহিউদ্দিন জুয়েল, মুহাম্মদ রিদওয়ান, মুহাম্মদ বয়ান, মুহাম্মদ কাসেম, নাজের খোকন, ইয়ার মুহাম্মদ, মুহাম্মদ আরিফ, ইব্রাহীম লিটন, মুহাম্মদ রফিক, আবুল হোসেন প্রমুখ।