
ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী (মজিআ) এর নামে প্রতিষ্ঠিত ৫ম বারের মত গাউছিয়া হাশেমী কমিটির চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় পাঁচলাইশ ওয়ার্ড জোন, জালালবাদ ওয়ার্ড জোন, খন্দকিয়া ওয়ার্ড জোন, শহীদ নগর ওয়ার্ড জোনের আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি পরীক্ষায় ২০১৮ সনের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৬ অক্টোবর শনিবার সকাল ১০ টা হতে পাঁচলাইশ ওয়ার্ডস্থ স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক আবু সাদাত মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে ও
আখতার হোসেন, আলমগীর ও খোরশেদ আলমের যৌথ স ালনায় অনুষ্ঠিত পরীক্ষায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা ও জ্ঞান এক বিষয় নয়। শিক্ষিত হলে হবে না, জ্ঞানী হতে হবে। ১৫০০ বছর আগে হযরত মুহাম্মদ (দ:) জ্ঞান অর্জন করতে চীনে যেতে বলেন। ঐশিক্ষা কোন কাজে আসবে না, যে শিক্ষা মানুষের কল্যাণে আসে না। আমরা শিক্ষা গ্রহণ করব জ্ঞানী হওয়ার জন্য। তিনি আরও বলেন, যারা ধার্মিক, তারা অসম্প্রদায়িক, আর যারা ধর্মান্ধ, তারাই
সাম্প্রদায়িক। আমরা হযরত মুহাম্মদ (দ:) খোলাফায়ে রাশেদীন ও আল্লামা হাশেমীদের মত মহান বুজুর্গদের পথ অনুসরণ করব। নৈতিক শিক্ষা গ্রহণ করে সৎ জীবন যাপনের মাধ্যমে ইহকাল ও পরকালের সুখ নিশ্চিত করার জন্য নৈতিক মানবিক গুণাবলি বিশিষ্ট সত্যিকারের মুসলমান হওয়ার চেষ্টা করবে। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগের সভাপতি ড. মোজাহেরুল আলম, বাংলাদেশ ঠিকাদার সমিতি চট্টগ্রাম জোনের সাধারণ সম্পাদক রাজনীতিক মোঃ জসিম উদ্দিন, সভায় প্রধান আলোচক ছিলেন আল্লামা হাশেমী ইসলামী মিশনের চেয়ারম্যান শিক্ষাবৃত্তির প্রধান পরিচালক শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী। বিশেষ আলোচক ছিলেন গাউছিয়া হাশেমী কমিটি কেন্দ্রীয় শাখার আহ্বায়ক
আলহাজ্ব কাযী বাহাউদ্দিন হাশেমী। অতিথি ছিলেন পাঁচলাইশ সিটি কর্পোরেশন কিন্ডার গার্টেন’র সিনিয়র শিক্ষিকা শামীম আরা খানম, এয়ার আলী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহমান, শাহ হাবিব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রহমত উল্লাহ, বায়েজিদ থানা পুজা কমিটির সভাপতি উজ্জ্বল দেওয়ানজী, গোলবাগ জামে মসিজদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন সিকদার মাইনু, মাহবুব আলম, গাউসিয়া হাশেমী কমিটি চট্টগ্রাম মহানগর’র সাংগঠনিক সম্পাদক কাজী রোকনুজ্জামান, সাইফুদ্দীন শাস্ত, আব্দুল কাদের, আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি খন্দকিয়া জোনের উপ-পরিচালক খোরশেদ আহমেদ জনি, সচিব সাইফুর রহমান, মোঃ মহিউদ্দিন মাহিন, রিয়াদ হোসেন, মেহেরাজ তুহিন, তানজিম আহমেদ পাভেল প্রমুখ।