
চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ (এলামনাই) উদ্যোগে মতবিনিময় খসড়া-গঠনতন্ত্র ও ১০১ জন বিশিষ্ট কমিটি ঘোষণা গত ২৬শে অক্টোবর বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ (এলামনাই) এর মত বিনিময় খসড়-গঠনতন্ত্র অনুমোদন ও ১০১ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। জানা যায়, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করে। দক্ষ সাংগঠনিক ভিত্তি স্থাপনের মাধ্যমে দৃশ্যমান কর্মসূচী গ্রহণ, দেশ ও জাতির উন্নয়নে কাজ করে
সংগঠনটি। মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা চবি সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রফেসর আবু জাফর চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন, ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী, প্রফেসর রাশিদা খানম বেলা, প্রফেসর ড. এম.এ গফুর প্রমুখ। সংগঠনটির গঠনতন্ত্র অনুমোদনের পর চাকসুর সাবেক জিএস গোলাম জিলানী চৌধুরীকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০১ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের নির্বাহী সভাপতি স.ম নজরুর ইসলামের
সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক তমিজ উদ্দিন খান সিদ্দিকী, ড. মহিউদ্দিন, ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী, কর্ণেল শামসুল ইসলাম, ড. মোহাম্মদ জকরিয়া, প্রফেসর জহুরুল লাল ভট্টাচার্য, ড. মোহাম্মদ আলী চৌধুরী, প্রমূখ। উক্ত অনুষ্ঠানে লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি জেলার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আগামী দিনের জন্য
বেশকিছু কর্মসূচী ঘোষণা করা হয়। যার মধ্যে আগামী ২রা নভেম্বর একটি কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হবে, ৮ই নভেম্বর মেহেদীবাগ জামে মসজিদে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষক, ছাত্র-ছাত্রী-কর্মচারী-কর্মকর্তা যারা প্রয়াত হয়েছেন তাদের স্মরণে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং আগামী বছর ফেব্রুয়ারি মাসে সাবেক চবিয়ানদের নিয়ে একটি মিলনমেলা অনুষ্ঠিত হবে এবং সেই উপলক্ষে একটি স্মারক গ্রন্থ বের করা হবে বলে জানা যায়।