
এ.জে. চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে কর্ণফুলী উপজেলার কৃতি ছাত্র-ছাত্রী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে-প্রফেসর আবদুল আলীম মাদক মুক্ত, চরিত্রবান ও মানবিক মুল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান কর্ণফুলী উপজেলার শিকলবাহার এ.জে. চৌধুরী উচ্চ বিদ্যালয়ের “প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ”র উদ্যোগে গত ২৭ ডিসেম্বর, ২০১৯ইং কর্ণফুলী উপজেলার স্কুল ও মাদ্রাসার ২০১৮-২০১৯ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রী ও অত্র পরিষদের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অত্র বিদ্যালয় হল রুমে অনুষ্ঠানের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম.এন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস চৌধুরীর স ালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ হাসমত আলী। উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল আলীম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ’র সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি দাশ, পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, ২নং বড় উঠান ইউনিয়ন পরিষদ’র সাবেক চেয়ারম্যান তাহের মিয়া, পরিষদের অন্যতম উপদেষ্টা
মোঃ ইয়াছিন মাস্টার। অনুষ্ঠানে বক্তারা বলেন, অসম্ভবকে জয় করতে হবে তরুণদের। প্রান্তিক পর্যায়ে শিক্ষায় শতভাগ প্রবেশগম্যতা ও সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। মাদক মুক্ত, চরিত্রবান ও মানবিক মুল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকার শামসুল আলম তালুকদার, বদিউল আলম, ব্যাংকার এ.এন.এম হোছাইন আকবর চৌধুরী, মোঃ তানভির হাসান রুমেল, মিঠুন নাথ, ছাবের উদ্দিন আহমেদ, সেলিম উদ্দিন, মোঃ ওসমান হোসাইন, আশফাক উদ্দিন হিরু, মোঃ ইলিয়াছ হায়দার, মোঃ ইলিয়াছ, মোঃ ইদ্রিচ মানিক প্রমুখ। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে কৃতি ছাত্র/ছাত্রী ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা পত্র প্রদান করা হয়।