মোসলেম উদ্দিন(ইমন)
মঙ্গলবার ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর বেডের নিচ থেকে একটি বিষাক্ত সাপের দেখা মিলে। হাসপাতালের নিচতলায় তিন নম্বর কাউন্টারের পাশে দেখা যায় সাপটিকে।মেডিকেলের আশেপাশে পাহাড়ি এলাকা হওয়ায় এবং অপরিষ্কার তাকায় সাপটি মেডিকেলে প্রবেশ করে বলে মনে হচ্ছে।তবে রুগীদের অভিযোগ, সরকারি হাসপাতালের চার পাশে অপরিষ্কার, আগাছা এবং বনলতা থাকায় সাপের বসবাস, তাই যেকোন সময় বড় ধরনের ক্ষতির আশংকা রয়েছে বলে জানান রুগীরা,এবং হাসপাতালের চার পাশে প্রতিনিয়ত দুর্গন্ধের কারণে, রোগীরা অকারণে ভূমি করছেন বলে জানিয়েছেন, তাই উর্দ্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ জানিয়েছেন অনেক রোগীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসা নিতে আসা” কুমিল্লা নাঙ্গলকোট এর বাসিন্দা” ওমান প্রবাসী। তাজুল ইসলাম মিরাজী বলেন,আমি এ হাসপাতালে ২০ দিন যাবৎ চিকিৎসা নিচ্ছি, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আচার-আচরণ এটা বলার মত নয়। এই হাসপাতাল সরকারি হলেও টাকা ছাড়া কোন কাজ হয়না” যেমন অপরিষ্কার তেমনি দুর্গন্ধের জন্য যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তাই এই প্রবাসী অভিযোগ করে বলেন ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণের জন্য শিগগিরই এই হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।