অদ্য ৪ জানুয়ারি শনিবার সকাল ১০টায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান’র সভাপতিত্বে ছোবহানিয়া কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী বলেন, ইতিহাস হলো একটি জাতির চালিকাশক্তি, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে সুনিপুনভাবে সামনে এগিয়ে চলাই ইতিহাসের শিক্ষা। কিন্তু দুঃখের বিষয় হল আমরা ইতিহাস থেকে
শিক্ষা গ্রহণ করি না বিধায় আজকে বিশ্বব্যাপী মুসলমানদের এ করুণ দশা। মুসলমানদের চেতনাবোধ জাগ্রত করার নিমিত্তে ইসলামের ইতিহাস অধ্যায়নের গুরুত্ব অত্যাধিক। এতে আরও বক্তব্য রাখেন মাওলানা মাজহারুল ইসলাম নেজামী, জাহেদ হোসাইন, সরওয়ার জাহান, তামান্না সুলতানা, আল হোসাইন ও মুহাম্মদ শামসুদ্দীন। ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ হুমায়ন কবির।