
ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস্ কর্তৃক কম্বল বিতরণ অনুষ্ঠানে… বোরহানা কবির সুবিধা বি ত মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে হতদরিদ্র মানুষগুলো উপকৃত হবে ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস্’র চাটার প্রেসিডেন্ট ও চট্টগ্রাম লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক সমাজসেবক বোরহানা কবির বলেছেন সুবিধা বি ত মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে হতদরিদ্র মানুষগুলো উপকৃত হবে। অদ্য ৬ জানুয়ারি খুলশী থানাধীন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ফয়স লেকস্থ আলো প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, পড়ালেখায় মনোযোগী হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করলে তবেই তোমাদের মা-বাবা ও শিক্ষক শিক্ষিকাদের পরিশ্রম স্বার্থক হবে। এসময় আরও উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস্’র প্রেসিডেন্ট মানসী দাশ তালুকদার, সেক্রেটারি জেসমিন আরা, ক্লাবের সদস্য শামীম আরা আহাদ, তাবাচ্চুম জেরিন, নাজনীন আরা শাস্তা, সুলতানা আমিন নিলা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।