৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের পূর্ব ফিরোজশাহ বয়েজ স্কুল রোডে উন্নয়ন কাজের উদ্বোধনকালে- কাউন্সিলর জহুরুল আলম জসিম উন্নয়ন কাজের সুফল ভোগ করতে হলে উন্নয়ন কাজে সহযোগিতা করতে হবে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম বলেন ৭১ সালের পর হতে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের পূর্ব ফিরোজশাহ বয়েজ স্কুল ক্যাম্পে আটকে পরা উর্দূবাসী বিহারীরা মানবতার জীবন যাবন করে আসছিল। নগরে বসবাস করেও তারা নাগরিক সুবিধা হতে বি ত হয়ে আসছিল। তাদের ক্যাম্প এলাকার উন্নয়নের জন্য বিগত
আমার পূর্বে অনেক কাউন্সিলর দায়িত্ব পালন করেও কতটুকু উন্নয়ন করেছেন তা এলাকাবাসী অবগত। বর্তমান মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের আন্তরিক সহযোগিতায় ক্লিন ও গ্রীণ সিটি গড়ার লক্ষ্যে ওয়ার্ডেল প্রতিটি এলাকায় নালা-নর্দমা, খাল, ছড়া, সড়ক সহ ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছে। তারাই ধারাবাহিকতায় ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে গত সাড়ে ৪ বছরে প্রায় একশ আটি কোটি টাকার কাজ সম্পোন্ন হয়েছে। আরো পাশ কোটি টাকার কাজ চলমান রয়েছে। আর এ সকল উন্নয়ন কাজে এলাকাবাসীর সর্বাত্তক সহযোগিতা করেছে বলে সফল হয়েছে। অদ্য ১০
জানুয়ারী সকাল ১১টায় পূর্ব ফিরোজশাহ বয়েজ স্কুল রোড সহ বিভিন্ন বাইলেইন রোডের কাজ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উন্নয়ন কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চসিকের উপ-সহকারী প্রকৌশলী তাবাচ্ছুম, চসিকের সুপারভাইজার মোঃ আবছার, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এন.এম-এর প্রোপ্রাইটর তসলিম উদ্দীন চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ জসিম উদ্দিন, এসপিজেআরসি’র সভাপতি মোঃ ইকবাল খাঁন, সহ-সভাপতি অহিজ খাঁন মুন্না, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, মোঃ কাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা মোঃ বেলাল উদ্দীন জুয়েল, আবু নোমান নাহিদ প্রমুখ। উন্নয়ন কাজের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।