নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর ইব্রাহীম লেইন মাহফিল এন্তেজামিয়া কমিটির উদ্যোগে ২৫তম বার্ষিক ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা বলেন, দেশে এক শ্রেণির বক্তা আলেম বক্তব্য ও লিখনীর মাধ্যমে নবী-ওলি তথা ধর্মীয় অনুভূতির উপর উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। স্বাধীন সার্বভৌম দেশে প্রত্যেক বক্তা ও লেখকের উচিত শালিনতা বজায় রেখে বক্তব্য প্রদান করা। ৯ জানুয়ারি রাতে মাহফিলে সভাপতিত্ব করেন কমিটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলমগীর। প্রধান অতিথি ছিলেন চাঁদপুর বদরপুর দরবার শরীফের খাদেম মাওলানা জামাল উদ্দিন শফি কাদেরী।
প্রধান বক্তা ছিলেন পটিয়া হাদু চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা রবিউল হোসেন আলকাদেরী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা এমদাদুল হক (বাহির সিগন্যাল)। বিশেষ অতিথি ছিলেন ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম সেলিম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এরশাদ, ইসমাইল বালি, ওয়াহেদুর রহমান হিরা, মোঃ বাবলু, মোঃ রায়হান, মোঃ রাজু, মোঃ সানি, মোঃ আরিফ প্রমুখ। পরে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি অগ্রগতি কামনা করে আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল শেষ হয়।