মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
দৈনিক মানবকণ্ঠের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক আবু বকর চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল (১৫ই জানুয়ারি) বুধবার। গত বছরের ১৫ই জানুয়ারি মঙ্গলবার ভোর রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।ধানমণ্ডির মসজিদে ও জাতীয় প্রেসক্লাবে দুই দফা জানাজা শেষে ওইদিন বিকেলে তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
এর আগে ১৯৯১ সালে ‘সাপ্তাহিক প্রত্যয়ন’ পত্রিকায় নির্বাহী সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন আবু বকর চৌধুরী।এরপর তিনি ‘সাপ্তাহিক খবর’-এর নির্বাহী সম্পাদক, ১৯৯৫ সালে ‘আজকের কাগজ’-এ সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।সর্বশেষ দৈনিক মানবকন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি একজন সাদা মনের মানুষ হিসাবে সাংবাদিক সমাজে পরিচিত ছিলেন