বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী, মুজিব বর্ষ (২০২০-২০২১) উদ্যাপন উপলক্ষে চট্টল ইয়ূথ কয়ারের উদ্যোগে ২০১৪ সাল হতে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি গঠন করে স্কুল ভিত্তিক বঙ্গবন্ধু বিষয়ক কর্মসূচী করে আসছি। আগামী ১৫ জানুয়ারী বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ২০২১ সাল মুজিব বর্ষ জাতীয় ভিত্তিতে
সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহা কর্মসূচির উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ এম.পি মহোদয়। অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মহোদয় ও রোকিয়া খাতুনকে মুজিব বর্ষ স্মারক সম্মাননা প্রদান করা হবে এবং তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।