আস্তানায়ে নজির ভান্ডার দরবারে ওরশ শরীফে বক্তারা হিংসা বিদ্বেষ হানাহানি পরিত্যাগ করে মানব কল্যাণে কাজ করাই ইবাদত আলা হযরত শাহছুপি হাফেজ মাওলানা ছৈয়দ নজীর আহমদ শাহ (কঃ) আল মাইজ ভান্ডারী বাবাজান কেবলা কাবার ৬০ তম বার্ষিক ওরশ শরীফ গতকাল ১২ই জানুয়ারী রবিবার প্রতি বছরের ন্যায় অতি ঝাঁকজমক পূর্ণ ও ধর্মীয় ভাব গম্ভীর্যে নগরীর দক্ষিণ আগ্রাবাদ ছোট পোলস্থ আস্তানায়ে নজীর ভান্ডার দরবার শরীফে পীরে তরিকত শাহজাদায়ে নজীর ভান্ডারী হযরতুলহাজ্ব মাওলানা ছৈয়দ আখতার কামাল শাহ (মা:জি:আ:) আল মাইজ
ভান্ডারীর ছদারতে ও মৌলানা ছৈয়দ বেলাল উদ্দীন আল মাইজ ভান্ডারী ও সাহেদ আহমদ সুলতানের তদারকে অগণীত ভক্তবৃন্দের অংশগ্রহণে নুরাণী ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কর্মসূচীর মধ্যে মিলাদে তকরীর ও বিশেষ দোয়া প্রার্থনায় অংশ নেন সুন্নীয়তের বলিষ্ঠ কন্ঠস্বর হযরত মৌলানা আবু সোলাইমান আলকাদেরী, মৌলানা আবু মুছা ওসমানী আল মাইজ ভান্ডারী, চট্টশ্বরী গাইবি মসজিদের খতিব মুহাম্মদ মাঈনুদ্দিন আল কাদেরী, হাফেজ নগর দরবার শরীফের আওলাদে পাক হযরতুলহাজ্ব শাহজাদা ছৈয়দ মুহাম্মদ ফরীদ-উল-আনোয়ার হাফেজনগরী (মা:আ:জি:), সৈয়দ গোলাম রসুল, রাঙ্গুনিয়াস্থ দরবারে আহমদিয়া হোসাইনিয়া চিশতীয়া মাওলানা গোলাম মুহাম্মদ আবেদ শাহ্ চিশতী, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদের সহ আরো
গন্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতেতে দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় আখেরী মুনাজাত করা হয়। ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তারা বলেন, পাশবিক চেতনা দমন, মানবতা ও মনুষ্যত্ববোধের চেতনা লালন করতঃ লোভ লালসা স্বার্থবাদিতা ও অহংকারের মত মানবীয় দূর্বলতা থেকে জাগতিক ও আর্থিক ভাবে পবিত্রতা হাছেল করতে না পারলে নিজেকে আশরাফুল মাখলুকাত হিসেবে পরিচয় দেওয়া অর্থহীন হবে। শাহজাদা আখতার কামাল শাহ্ আরও বলেন, আমারই মুর্শিদে বরহক হাফেজ মাওলানা ছৈয়দ নজীর আহমদ শাহ্ (কঃ) ভোগবাদিতা ও আত্মমুখিতা, প্রেমভক্তিহীনতা, হিংসা, নিন্দা পরিহার করে মানুষের প্রতি ভালোবাসা, কর্তব্য নিষ্ঠা ও মানবিক চেতনা জাগ্রত করার তাগিদ দিয়ে গেছেন।