প্রতি বছরের মতো এবারও শীতার্তদের সাহায্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। সংগঠনের চট্টগ্রাম অফিস নগরীর হালিশহর বড়পুল এলাকা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী সংগঠনের বিস্তৃত কার্যক্রমের অংশ হিসেবে শুরুতেই সিরাজগঞ্জ জেলার এনায়েত পুর থানার বালুর মাঠ এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আমানুল আলম ও সভাপতি এইচ এম ওসমান গণি চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম কার্যালয়ের ৬ সদস্যের প্রতিনিধি দল শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন। এনায়েতপুর বালুর মাঠে বিপুল সংখ্যক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এনায়েতপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিক মোল্লা, কোষাধ্যক্ষ মোক্তার হাসান, এনায়েতপুর থানার উপ-পরিদর্শক মাহবুব, আয়োজক সংগঠনের পক্ষে ডা: এনায়েত হোসেন, তাহের উদ্দিন, দাউদ কান্দি এক্সপ্রেসের জি এম কাজী মো: সেলিম উদ্দিন, রেজাউল করিম রেজা, নুর হোসেন প্রমুখ। কম্বল বিরতণকালে এনায়েতপুর থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদ সার্বিক সহায়তা প্রদান করেন। ফেরার পথে হাতির ঝিল এলাকায়ও কম্বর বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা এমরানুল ইসলাম মুকুল মানবিক এ উদ্যোগের জন্য সদস্যদের অভিনন্দন জানান এবং সামাজিক কাজকে আরও বেগবান করার আহ্বান জানান। উল্লেখ্য, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শীঘ্রই শীতবস্ত্র বিতরণ করবে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।