শিল্প চর্চা কেন্দ্র ও আত্ম-উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র উদ্যোগে এবং পূর্বা যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় ৩৫ তরুণ আলোকচিত্র শিল্পীর ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অগ্রযাত্রা থিয়েটার ইন্সটিটিউটের আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হয়। মানুষের জীবনের নানা দিক নিয়ে তোলা ছবি স্থান পেয়েছে এতে। গত বৃহস্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এডভোকেট এম.এ নাসের প্রদর্শনীর উদ্বোধন করেন। পূর্বা’র উপদেষ্টা প্রাবন্ধিক খন রঞ্জন রায়ের সভাপতিত্বে ও পূর্বা এবং পূর্বা যুব কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের
সঞালনায় প্রদর্শনীর কথামালায় অতিথি ছিলেন সংগঠক সৌমেন চক্রবর্তী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম হোসেল, এডভোকেট বিবেকানন্দ চৌধুরী, পূর্বা যুব কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রাবনী ভট্টাচার্য, আলোকচিত্রী তন্ময় চৌধুরী, ঊর্মি আক্তার প্রমুখ। প্রদর্শনীর সাংস্কৃতিক পর্বে পূর্বা’র নৃত্য ও আবৃত্তি দলের শিল্পীরা দলীয় নৃত্য ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন।