বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) চট্টগ্রাম এর বার্ষিক বনভোজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৮ জানুয়ারী ২০২০ইং চট্টগ্রাম আনোয়ারার পার্কিরচর বনভোজন স্পটে ইহা অনুষ্ঠিত হয়। যাতে সস্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সারাদিন ব্যাপি আনন্দ উল্লসে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) চট্টগ্রাম এর বার্ষিক বনভোজনে বনপা চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও গিরিদর্পণ ডট কম এর নির্বাহী সম্পাদক এম.কে মোমিন এর সঞ্চালনায় একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বনপা’র চট্টগ্রাম সভাপতি নিউজ বি এন এ’র নির্বাহী সম্পাদক হাদিদুর রহমান।
সংবাদ প্রচারের দায়িত্বশীলতা ও সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশিকামূলক আলোচনা করেন, বনপার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনিরুল আলম।বিনোদনমূলক প্রোগ্রামগুলো পরিচালনায় ছিলেন বনপা’র যুগ্ম সম্পাদক ও আজকের সত্য সংবাদ এর সম্পাদক হারুন অর রশিদ, সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক ও আর্থনিউজ২৪ এর সম্পাদক ফরহাদ আমিন মোহাম্মদ ফয়সল, আপ্যায়নের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অর্থ সম্পাদক মেজবাহ আহমেদ অনলাইন বার্তা সম্পাদক ও আপ্যায়ন সম্পাদক ও চট্টগ্রাম সময়ের সম্পাদক এম.ডি.এইচ রাজু।অনুষ্ঠান চলাকালিন সময়ে চট্টগ্রামের সময়ও এস এম লজিষ্টিক এর পক্ষ থেকে সকল সদস্যদের একটি করে ডায়েরী (উপহার) প্রদান করা হয়।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এম.নরুল ইসলাম মন্জু-চট্টগ্রামের সময় ডট কম, সালাদ্দিন কাদের মানিক-বাঁশখালী প্রতিদিন, ফারহান খান-সম্মনয় নিউজ২৪ ডট কম, শাহাদত হোসেন রিপন চট্টগ্রামের সময় ডট কম, জান্নাতুল ফেরদৌস সোনিয়া-গিরিদর্পন ডট কম, ডাঃ রাশেদুল আলম-আনোয়ারা প্রতিদিন, এম সাজ্জাদ হোসেন- আর জি বাংলা টিভি, মোসলেম উদ্দিন ইমন- অজানা বাংলাদেশ, কাজী মুরাদুল ইসলাম, নুরুলগাজী, সমাজকর্মী ও সাংবাদিক মিসেস শামসুননাহার আহমেদ, আবু ইউছুপ মানিক, জাহানারা আবেদিন-আর জি বাংলা, ফারজানা আহমেদ সহ সংগঠনের প্রায় সকল সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিল।