
ছাতক প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন ছাতক উপজেলায়। অজস্র পাঠক আর শুভার্থীর অশেষ ভালোবাসায় সিক্ত যুগান্তর ১ ফেরুয়ারি ২১ বছরে পদার্পণ করেছে। এ দিনটি উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশ ছাতক শাখার উদ্দ্যোগে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত রোববার বিকালে ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রী কলেজের শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের হয়ে গোবিন্দগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা বর্ষপূর্তির আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন,সুনামগঞ্জ জেলার আলোকিত বিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল সালাম আল-মাদানি,
গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রী কলেজের ভাইন্স প্রিন্সিপাল মহি উদ্দিন, গোবিন্দগঞ্জ সয়দ গাও ইউনিয়নে চেয়ারম্যান আখলাকুর রহমান আখলাক, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ মোস্তফা আহসান হাবীব, জাপার উপজেলার সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহার, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ইনকিলাব ছাতক উপজেলার প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা, সাংবাদিক অলিউর রহমান, সমাজসেবক মুজিবুর রহমান, বিএনপির নেতা রুহুল আমিন,কাজি মাওলানা আব্দুল সামাদ, মাওলানা শামছুল ইসলাম,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সমিতির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, মোস্তাক আহমদ,মাওলানা শামছুল ইসলাম,নুরুল হক,মানিক মিয়া,আ’লীগ নেতা ফারুক আহমদ সরকুম,
ছাতক উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু বক্বর রাজা, রুহুল আমিন সুমন, আলকাব আলী মেম্বার, মুহিবুর রহমান মেম্বার, আবু বকর মেম্বার,আব্দুল আলিম, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ ছাতক উপজেলা শাখা সাধারন সম্পাদক পংকজদত্ত,খলিলুর রহমান ,যুবলীগের নেতা ছায়াদ মিয়া, মাওলানা হোসাইন আহমদ,সুনামগঞ্জ জেলার পরিবহন শ্রমিক সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক রজব আলী,ছাতক উপজেলা লাইট্রেস সমিতির চেয়ারম্যান আব্দুল হাসিম,কবি আব্দুল সাত্তার,আব্দুলকরিম,মতিউর রহমান,ব্যবসায়ি শহর আলী,
ছাত্রলীগ নেতা নিয়ামতআলী,কালা মিয়া,আব্দুল গনি, সাবেক শ্রমিক নেতা ফখর উদ্দিন,নইব আলী,মুজিবুর রহমান,সুন্দর আলী ও খছরু প্রমুখ।গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট রাজমনি পাটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেক মুজিবুর রহমানের সভাপতিত্বে সদরুল আমিন সোহান ও হাসান আহমদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য দেন যুগান্তরের ছাতক প্রতিনিধি আনোয়ার হোসেন রনি । এর আগে বিশিষ্টব্যক্তি ও বিভিনś প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে যুগান্তরে শুভেচ্ছা জানান।
যুগান্তরের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাতকে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দৈনিক যুগান্তর সংবাদ পরিবেশনের ক্ষেত্রে স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতাকে লালন করায় সবার শীর্ষে স্থান করে নিয়েছে। কোনো দল বা গোষ্ঠীর আনুগত্য না করায় এই দৈনিকটি সব শ্রেণীর পাঠকের কাছে সমান জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। পরে আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে যুগান্তর স্বজন সমাবেশের সদস্যরা ছাড়াও পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সভার শেষে পত্রিকার মঙ্গল কামনা করে দোয়া করেন মাওলানা আব্দুল আজিজুর রহমান আজিজ।