স্বপ্নসিঁড়ি বয়েজ ক্লাব চট্টগ্রাম মহানগর শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে চট্টগ্রাম নতুন রেল স্টেশন চত্বরে বিকেল ৫টায় সংগঠনের সভাপতি মোঃ হানিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবি এর পরিচালনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক, তরুণ আওয়ামী লীগ নেতা ও ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ ইয়াছির আরাফাত। এতে আরো বক্তব্য রাখেন মেট্রোপলিটন হকার্স সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম ভূঁইয়া,
জাতীয় শ্রমিক লীগ কোতোয়ালী থানার প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, তাঁতীলীগ চট্টগ্রাম মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য সরওয়ার সরকার, মেট্রোপলিটন হকার্স সমিতির সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ দুলাল, মোঃ ইয়াছিন, ছাত্রনেতা ইরফান আলী ফাহিম, মোঃ রাশেদ, বুষ্টার ক্লাব সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, মোঃ আরিফ, সংগঠনের সহ-সভাপতি মোঃ রিপন, মোঃ রবিন, মোঃ জীবন, মোঃ রাসেল, মোঃ ফারুক, মোঃ মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুজন, মোঃ সাদ্দাম, মোঃ আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, মোঃ হুমায়ন, সদস্য মোঃ মারুফ, মোঃ খায়রুল, মোঃ আরমান প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের এগিয়ে আসতে হবে।
পাড়ায় পাড়ায় সামাজিক সংগঠন গঠনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে গণ সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে ক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ উন্নয়নে তরুণদের সংগঠনগুলোকে কাজ করে যেতে হবে। নিয়মিত খেলাধূলা চর্চার মাধ্যমে তরুণদের মেধাশক্তি বৃদ্ধি হয়। সমাজ ও দেশ উন্নয়নে ক্রীড়া ও সামাজিক ক্লাবের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রধান অতিথি আরো বলেন, রিয়াজ উদ্দিন বাজার বি.আর.টি.সি, তিনপুল ও মার্কেট এলাকার সকল তরুণ ভাইদের ঐক্যবদ্ধ থেকে আগামীতে এলাকার উন্নয়নে ছড়িয়ে পড়ার আহ্বান জানান।