‘নুশিস’ কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী বিজ্ঞান ও বইমেলার ১ম দিন সানোয়ারা গ্রুপের এম.ডি. মুজিবুর রহমানের সভাপতিত্বে শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় বসাক (বি.পি.এম, পি.পি.এম) উপ-পুলিশ কমিশনার (উত্তর), মাত্বর আবদুল মোমেন প্রাক্তন বিমান বাহিনী কর্মকর্তা, আনিসুর রহমান উপদেষ্টা হাজেরা-তজু স্কুল এন্ড কলেজ ও চিটাগাং কিন্ডারগার্টেন, অধ্যক্ষ এ.একে.এম ইসমাইল হাজেরা-তজু ডিগ্রি কলেজ, আবুল মনছুর চৌধুরী প্র.শি. সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়, কৃষ্ণ শেখর দত্ত প্র.শি. সানোয়ারা উচ্চ বিদ্যালয়, অধ্যক্ষ ফাতেমা ইয়াসমিন চিটাগাং কিন্ডারগার্টেন ও হাজেরা-তজু স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণির ছাত্র মিজানুর রহমান, গীতাপাঠ করেন ১০ম শ্রেণির ছাত্রী মঞ্জুরী নাথ ও ত্রিপিটক পাঠ করেন ৯ম শ্রেণির ছাত্রী প্রমা বড়–য়া। প্রধান অতিথি পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী বিজ্ঞান ও বইমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘নুশিস’ সাধারণ সম্পাদক মোহাং দবির উদ্দিন খাঁন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নিজেকে পরিবর্তন করার মাধ্যমে দেশকে পরিবর্তন করা সম্ভব”। তিনি আরো বলেন, প্রাক্তন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ৩২টি প্রতিষ্ঠানের সফল প্রতিষ্ঠাতা শিক্ষায় একুশে পদক উনি পাওয়ার যোগ্য।
যেহেতু ঘোষণা হয়ে গেছে তাই আগামী বছর যে একুশে পদক ঘোষণা করা হবে তাতে নুরুল ইসলাম বিএসসি এর নাম মনোনীত করার জন্য এ সভা থেকে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।
আলোচনা সভার পর বিকাল ২টায় নুশিসভুক্ত প্রতিষ্ঠান হাজেরা-তজু স্কুল এন্ড কলেজ, সানোয়ারা উচ্চ বিদ্যালয় ও দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ১ম দিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।