
১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড পরিদর্শনকালে জলাবদ্ধতামুক্ত কাট্টলী ওয়ার্ড গড়তে ওয়ার্ডবাসীকে সহযোগিতা করতে হবে চসিকের ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র প্রফেসর ড. আলহাজ্ব নিছার উদ্দিন আহমদ (মঞ্জু) বলেছেন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডকে ক্লীন ও গ্রীন রাখতে ওয়ার্ডবাসীকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে জলাবদ্ধতামুক্ত কাট্টলী ওয়ার্ড গড়তে পয়ঃনিস্কাশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে নালা ও ড্রেনকে পরিসর করতে হলে প্রয়োজনীয় জায়গা ভূমি মালিকদেরকে স্ব উদ্যোগে কর্পোরেশনকে বুঝেয়ে দিতে হবে।
তবেই উন্নয়ন কাজের গতিশীলতা বাড়বে। প্রতিবন্ধকতা সৃষ্টি হলে উন্নয়ন কাজ ব্যাহত হবে। ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন এলাকার উন্নয়ন কাজ পরিদর্শনকালে ওয়ার্ড বাসীর প্রতি এই আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ৯, ১০ ও ১৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও ওয়াসা পরিচালনা পরিষদের বোর্ড সদস্য আবিদা আজাদ। চসিকের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সরকারী প্রকৌশলী, সংশ্লিষ্ট ঠিকাদার ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ সচেতন তরুণ সমাজের নেতৃবৃন্দ।