
মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি – রাঙ্গামাটির রোডে দুটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ০১ জন আহত হয়েছে। আজ ২০ ফেব্রুয়ারি নানিয়ারচর বেতছড়ির ফরেস্ট অফিসের নিকটে সকাল ৯.৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। জানা যায় যে খাগড়াছড়ি হতে ছেড়ে আসা রাঙ্গামাটির বাস(চট্টমেট্টো-ব-০৫-০১৩৮) ও রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা বাস( চট্টমেট্টো-জ- ১১-০৭২৪) দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে জীপ সমিতির ড্রাইভার নুরুল ইসলাম আহত হয় এবং বাসের সামনের অংশ ভেঙ্গে যায়। আহত ড্রাইভার নুরুল ইসলামকে মহালছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। মহালছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রুপময় দেওয়ানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে আহত তেমন গুরুতর নয় তবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দেয়া হয়।