মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ১৯ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সন্ধ্যা শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গনে পবিত্র বেদ ও গীতার আলোকে ওঙ্কার সাধনা শীর্ষক ধর্মসভা সুনীল দাশের স্বাগত বক্তৃতার মাধ্যমে ৭.০০ ঘটিকায় শুরু হয়ে ১০ ঘটিকায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।মহালছড়ি অখন্ড মন্ডলী ও সনাতনী সমাজের উদ্দ্যেগে এলাকার সনাতন ধর্মাবলম্বী জনগনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত পবিত্র বেদ ও গীতার আলোকে ওঙ্কার সাধনা ধর্মানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সাদা মনের মানুষ ও বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কুমিল্লা অযাচক আশ্রমের অধ্যক্ষ ডাঃ শ্রীমৎ যুগল ব্রক্ষ্মচারী(এমবিবিএস) উপস্থিত ছিলেন।
উক্ত এ মহতী অনুষ্ঠানে পরমভক্ত শ্রী চিন্তাহরণ শর্মা সঞ্চালনায়
প্রধান অতিথি বলেন উপস্থিত আমরা প্রত্যেকে বেদ ও গীতার আলোকে জীবনাদর্শ গঠনের লক্ষ্যে পিতামাতা সহ যুব সমাজের সকলকে সৎ চরিত্রবান হয়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার উপদেশ এবং মানুষে মানুষের মাঝে সৌভাতৃত্ববোধ বজায় রেখে সমাজ, দেশ ও জাতির এবং প্রত্যেককে নিজ নিজ সংসার জীবনের সুখ শান্তি স্থাপনের উপদেশ দেন এবং উপস্থিত ভক্তদের মধ্যে হতে প্রশ্নের সমাধান করে বুঝিয়ে দেন।
এ ধর্মসভার ধর্মসভার মাঝেমাঝে ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠিত উক্ত এ ধর্ম সভায় ধর্মীয় আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রী জীবন সরকার। এছাড়াও স্থানীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা: শ্রী স্বপন চক্রবর্তী।উক্ত ধর্মমভা অনুষ্ঠানে উপজেলা এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত বিপুল ভক্তগোষ্ঠী, অনুরাগী, এলাকার সনাতনী সম্প্রদায়ের ত্রিপুরা জনগোষ্ঠী এবং সনাতন ধর্মাবলম্বী অগুনিত ভক্ত নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতার সমাগম ঘটে।উক্ত পবিত্র বেদ ও গীতার আলোকে ওঙ্কার সাধনা শীর্ষক ধর্মালোচনা সভায় মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি, মহালছড়ি ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী রতন কুমার শীল সভাপতিত্বে ছিলেন।