বাহুবলী-টু সিনেমার নায়কের ভূমিকায় দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে। দুদিনের সফরে আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টকে স্বাগত জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পুরো ভারত জুড়ে।
তাইভারতের মাটিতে পা রাখার কয়েক ঘণ্টা আগে দক্ষিণের জনপ্রিয় ‘বাহুবলী ২’ সিনেমার একটি সম্পাদিত (এডিটেড) ভিডিও টুইটারে শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প। এই ভিডিওতে সিনেমাটির নায়ক বাহুবলীর ভূমিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও রয়েছে।
গতকাল রোববার ২৩ ফেব্রুয়ারি ভারতীয় সংবাদমাধ্যমে ‘এই সময়’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘সল’ নামের একটিটুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি রি-টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভিডিওর ক্যাপশনে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ভারতে আমার অসাধারণ বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব।’এরইমধ্যে সামাজিকমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ পর্যন্ত ২৭ লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।
ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেখা গেছে। তার উপস্থিতি কয়েক সেকেন্ডের জন্য ছিল।ভিডিওতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ‘বাহুবলী ২’ সিনেমার অভিনেত্রী রামাইয়া কৃষ্ণনের ভূমিকায়। ‘বাহুবলী’ সিনেমায় তিনি নায়ক প্রভাসের মা শিবাঙ্গীর চরিত্রে অভিনয় করেছেন।
ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘোড়ায় চেপেছেন স্ত্রী মেলানিয়াও। ট্রাম্পের দুই কাঁধে ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকেও দেখা গেছে।তবে ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তলোয়ার হাতে বাহুবলীর মতো যুদ্ধ করতে দেখা গেছে। আর রাস্তার দুদিকে জড়ো হওয়া দেশবাসী তাদের অভিবাদন জানাচ্ছেন।
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এর মিউজিক ছিল ‘জিও রে বাহুবলী’ গানটি। ভিডিওটি শেষে একটি বার্তা দেয়া হয়। তাতে লেখা, যুক্তরাষ্ট্র ও ভারত ঐক্যবদ্ধ।তবে তিনি ভিডিওটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন সেটা আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের মাটিতে পা রাখার পর জানতে পারা যাবে।