নিউজ ডেস্ক:
কোচিং বাণিজ্য বন্ধ করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে যেমন সরকারি স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের ভালোভাবে না পরিয়ে কোচিং এর মাধ্যমে তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য কোচিং বাণিজ্য শুরু করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অসাধু ব্যবসায়ীরা শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি শিক্ষকদের উদ্দেশে করে বলেছেন, কোচিং বাণিজ্য অনৈতিক বাণিজ্য। এ কাজ থেকে শিক্ষকদের দূরে থাকতে হবে। পাশাপাশি নোট ও গাইড বই কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের চাপিয়ে দেওয়া যাবে না। এ ধরনের অন্যায়ের প্রমাণ পাওয়া গেলে সেই শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, আমরা অনেক অভিভাবক সন্তানদের জিপিএ-৫ পাওয়ার জন্য চাপ দিয়ে থাকি। এটা কখনো কাম্য হতে পারে না। শিক্ষার্থীদের চাপ না দিয়ে নিজের মতো বা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। যে শিক্ষার্থীরা নিজেদের মতো স্বাধীনভাবে পড়াশোনার সুযোগ পায়, তারাই এগিয়ে যায়।