দেশের উচ্চপদস্থ চাকুরী বিদেশীদের দখলে।
আল ওমায়ের (সাকিব)
একদিকে আমাদের দেশের ছেলেরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে।
আর অন্যদিকে বিদেশী নাগরিকদের বেশীরভাগ ভারতীয় ও শ্রীলংকান নাগরিকদের আমাদের দেশের চাকুরীতে উচ্চপদস্থ পদে নিয়োগ দিচ্ছে।
প্রশ্ন হলো আমাদের দেশের ছেলেরা কেনো নিয়োগ পাচ্ছে না আমাদের দেশের উচ্চপদস্থ চাকুরীতে?
কারণ আমাদের দেশের ছেলেরা অযোগ্য। আর আমাদের দেশের ছেলেদের অযোগ্য হওয়ার কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় গলদ আছে। আমাদের শিক্ষা খাত এখনো পিছিয়ে তাই আমাদের দেশের ছেলেরা যোগ্য হচ্ছেনা তাই আমাদের দেশের উচ্চপদস্থ চাকুরী গুলো বিদেশীদের দখলে চলে যাচ্ছে।উচ্চপদস্থ পদে চাকুরী করে এবং তাদের বেতন ৩ থেকে ৭ লাখ টাকার উপরে পড়ে। এত বড় অংকের টাকা আমাদের দেশে থাকছে না, শুধুমাত্র আমাদের দেশের ছেলেরা অযোগ্য তাই! আমাদের ছেলেরা অযোগ্য না আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অযোগ্য করে রেখেছে!আমাদের দেশের ছেলেদের পিছিয়ে রেখেছে এইরকম গলদ শিক্ষা ব্যবস্থা।