আল ওমায়ের (সাকিব)
আমরা যেসব বিশাল সম্ভাবনাময় খাতকে অবহেলায় রেখেছি ১পর্যটন খাত ২.চিকিৎসা খাত ৩.শিক্ষা খাত এবং ৪.ক্রীড়া খাত।
পর্যটন খাত=এশিয়ায় সবচেয়ে বেশি টুরিস্ট আসে চায়নাতে। বছরে প্রায় ৬ কোটি পর্যটক চায়না ঘুরতে আসে, তারপর হলো থাইল্যান্ড, বছরে প্রায় ৩.২ কোটি,তারপর মালয়েশিয়া যেখানে বছরে ২.৬ কোটি পর্যটক ঘুরতে আসে। আমাদের প্রতিবেশী ভারতে বছরে ১.৪ কোটি মানুষ বেড়াতে আসে।আর আমাদের বাংলাদেশে বছরে গড়ে মাত্র এক থেকে দেড়লাখ পর্যটক আসে। আমাদের দেশটা সুন্দর কিন্তু পৃথিবীর মানুষকে এখনো আমরা আগ্রহী করে তুলতে পারিনি আমাদের দেশে বেড়াতে আসতে !!
আমাদের গ্রামের সৌন্দর্য,বর্ষার বৃষ্টি, মাঠ ভরা সর্ষে ক্ষেত দেখতে হলেও তো ১০ বা ২০ লাখ পর্যটক আসা উচিত। সুতরাং এর জন্য কর্তৃপক্ষ কে এর উপর নজর দেয়া দরকার। শুধু কর্তৃপক্ষ কেনো আমাদের সবার দায়িত্ব বিশ্বের সবার কাছে আমাদের পর্যটন কেন্দ্র গুলো তুলে ধরা এর জন্যতো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে। আর নতুন নতুন পর্যটন কেন্দ্র সৃষ্টি করা যা আমাদের দেশে অহরহ আছে শুধু একটু সংস্করণ করা প্রয়োজন।চায়না, মালেয়শিয়া এর মতো দেশ কৃত্রিম পর্যটন কেন্দ্র তৈরী করে কোটি কোটি টাকা আয় করছে আর আমাদের প্রাকৃতিক থাকা স্বত্বেও পারছি না! আমরা আসলেই একটা বিশাল সম্ভাবনাময় খাতকে অবহেলায় রেখেছি !!!
চিকিৎসা খাত=আমাদের দেশে ভালো ডাক্তার থাকা সত্ত্বেও আমরা বাইরের দেশের ডাক্তারের কাছে চিকিৎসা করতে যাচ্ছি। দিন দিন দেশীয় ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করার মনোযোগ কমে যাচ্ছে এই দেশের বেশীরভাগ মানুষের। যার থেকে প্রশ্ন করি সেই বলে এই দেশের ডাক্তার গুলো কসাই তারা সেবা দেয় না। কিন্তু এমন ভুল ধারণা জন্ম নেয়ার কারণ পযার্প্ত সেবা না পাওয়ার কারণে। তার মানে আমাদের দেশের চিকিৎসা খাত এখনো পিছিয়ে পড়ে আছে! তাই বেশীরভাগ মানুষ ভারত আর সিঙ্গাপুরে পারি জমাচ্ছে। কিন্তু যারা যেতে পারছে না, আর্থিকভাবে অবলম্বন না থাকার কারণে তাদের আর পথ না থাকার কারণে বাধ্য হয়ে এখানে চিকিৎসা সেবা নিচ্ছে। কিন্তু কেনো এমনটা হচ্ছে! আমাদের দেশের ডাক্তাররাওতো কোনো অংশে কম নয়, কিন্তু কেনো তারা পর্যাপ্ত সেবা দিচ্ছেন না? পার্শ্ববর্তী দেশ ভারতের ডাক্তাররা যদি ভালো সেবা দিতে পারে কেনো আপনারা অবহেলায় রেখেছেন এই খাত কে? মানুষ চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর, লন্ডন পারি জমাচ্ছে ঠিক তেমনি বাংলাদেশে পারি জমাবে যদি আপনারা এই চিকিৎসা খাতকে অবহেলার গন্ডি থেকে তুলে আনতে পারেন। আপনারা আসলেই একটা বিশাল সম্ভাবনাময় খাতকে অবহেলায় রেখেছেন !!!
শিক্ষা খাত=আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদন্ড, একটি দেশ এবং একটি জাতির উন্নয়নের হাতিয়ার হলো শিক্ষা। কিন্তু এই শিক্ষা খাত যদি অবহেলায় থাকে তাহলে কীভাবে আসবে আমাদের উন্নতি? আমাদের দেশের পড়াশোনার সিস্টেমটা কেমন জানি, বয়সের পর বয়স যাচ্ছে কিন্তু সবাই সার্টিফিকেট জ্ঞানী হচ্ছে কারণ সিস্টেমটাই এমন। গোড়ায় গন্ডগোল! এতগুলো ঝামেলার মধ্যে এখন আবার নতুনভাবে আরেক ঝামেলা সৃষ্টি হয়েছে নাম প্রশ্ন ফাসঁ ঝামেলা। এই ঝামেলাতো মহা ঝামেলা! প্রতিটি ছাত্র কে জ্ঞানী করার আগে আত্মহত্যা করানো হচ্ছে প্রশ্ন ফাসঁ করে আমি মনে করি। আর যারা এই প্রশ্ন ফাসঁ করছে তারা মীর জাফর থেকে বড় বিশ্বাসঘাতক! তারা আদৌ জানেনা তারা কতবড় সর্বনাশ করছে কতবড় বিশ্বাসঘাতকতা করছে পুরো জাতির সাথে। এই সবকিছুর সমাধান হলে আমাদের দেশ শিক্ষা খাতে এগিয়ে যাবে, আমাদের দেশ থেকেও পিএইচডি ডিগ্রী অর্জন করতে আসবে হাজার হাজার ছাত্র।আমাদের শিক্ষা প্রতিস্ঠান গুলো বিশ্বজুড়ে নাম ছড়াবে। কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে সবই সম্ভব।আমরা আসলেই একটা বিশাল সম্ভাবনাময় খাতকে অবহেলায় রেখেছি !!!
ক্রীড়া খাত=ক্রীড়া বলতে আমাদের দেশের মানুষ এখন শুধু ক্রিকেট কে বুঝে! ক্রিকেট কে বুঝি এজন্য বললাম আমরা ক্রীড়াজগতে ক্রিকেট দিয়ে একটু এগিয়েছি তা সত্য। কিন্তু অন্যান্য খেলাধূলা দিয়ে আমরা অনেক পিছিয়ে। তাই আমাদের নতুন নতুন কোন প্রতিভার দেখা মিলছে না। সব হারিয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ অবহেলা। আমরা সঠিক ক্রীড়াঙ্গণ পাচ্ছি না, আমাদের নেই বললে চলে। একসময় ফুটবল ছিলো আমাদের অনেক জনপ্রিয় খেলা কিন্তু এখন এর অবস্থা অনেক খারাপ। কাবাডি আমাদের জাতীয় খেলা কিন্তু আমরা এই খেলা দিয়েও পিছিয়ে। অন্যান্য দেশে দেখতে হবেনা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখলে হয় তারা তাদের ক্রীড়াঙ্গণ কে ধরে রেখেছে তারা বিভিন্ন রকম খেলাধূলার আয়োজন করছে তা আবার জাতীয়ভাবে। কাবাডি, ফুটবল, বক্সিং থেকে শুরু করে নানারকম খেলাধূলার আয়োজন করছে, এতে করে তারা নতুন নতুন প্রতিভাবানের সন্ধান পাচ্ছে যা তাদের দেশের সম্মান বৃদ্ধি করে আনছে। সুতরাং আমরা কেনো পারবো না? ভালো ক্রীড়াঙ্গণ সৃষ্টি করলে ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটের মতো সমান মর্যাদা দিয়ে অন্যান্য নতুন খেলাধূলার আয়োজন করলে, সকল ধরনের ক্রীড়াশিক্ষকদের সমান মর্যাদা দিয়ে কর্তৃপক্ষ দায়িত্ব নিলে তাহলে অবশ্যই আমারাও নতুন নতুন প্রতিভার সন্ধান পাবো।আমরা আসলেই একটা বিশাল সম্ভাবনাময় খাতকে অবহেলায় রেখেছি !!!
লেখক, ব্লগার, অনলাইন এক্টিভিস্ট ও শিক্ষার্থী।