জন্মভূমি_আমায়_ডাকে
মেহের আফরোজ প্রিয়া
জন্মভূমি,প্রিয় জন্মভূমি। কাটনো মধুর শৈশব আজও করে তাড়া। তবুও পারি না যেতে জন্মভূমির চারণভূমিতে। মোরগ ডাকা ভোরবেলা আর কিচির-মিচির পাখির সেই শব্দ যেন এখনও কর্ণে ধ্বনিত হয় আর মনে হয় বুঝি-এটাই জন্মভূমি। গ্রামের প্রভাতবেলার হিমেল হাওয়ায় গা ভাসালে মনে হত-এটাই বুঝি ‘এয়ার কন্ডিশন’, এটাই বুঝি ‘সমুদ্র সৈকত’? হু,কিন্তু আজ সেই জন্মভূমি থেকে কত দূরে? ইচ্ছে করলেও যায় না যাওয়া আমার মাতৃভূমিতে। মাঝে মধ্যে মনে হয়,জন্মভূমি বুঝি খুব অভিমান করেছে আমার উপর। পরক্ষণেই ভাবি,যদি অভিমানই থাকত,তবে হাতছানি দিয়ে কখনও আমায় প্ররোচিত করত না। প্রকৃতি যেমন তার আপন মহিমায় নির্মিত,জন্মভূমিও যেন আপন বৈশিষ্ট্যে মহিমান্বিত।