নিউজ ডেস্ক,
গত কাল ২৯ ফেব্রুয়ারী ২০২০ ইংরেজী, শনিবার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী আলহাজ্ব জিয়া উদ্দিন আহমদ বাবলু বলেছেন, ২দিনব্যাপী পিঠা উৎসব নতুন প্রন্মের জন্য একটি স্মরনীয় দিন হয়ে থাকবে। হরেক রকমের পিঠায় ভরে গিয়েছে চান্দগাঁও আবাসিক এলাকা মাঠ। অতীতের গ্রাম বাংলার জনপদে পরিণত হয় পুরো এলাকা। এই উৎসবে প্রদর্শিত পিঠা এবং হাতের তৈরী নানা রকমের পিঠা এলাকাবাসীসহ নগরবাসীকে গ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। আবার নতুন প্রজন্মকে এই সব পিঠার সাথে পরিচয় হওয়ার সুযোগ করে দিয়েছে।
চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি বি ব্লক এর উদ্যোগে
২দিনব্যাপী পিঠা উৎসব এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়া উদ্দিন আহমদ বাবলু উপরোক্ত কথা বলেন। গত ২৯ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির মাঠে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাসিক এলাকা কল্যাণ সমিতির সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ইউসুফ সিকদার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি ও ডাচ বাংলা চেম্বারের সহসভাপতি আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক ভিসি প্রফেসর প্রকৌশলী মোজাম্মেল হক, জিয়া উদ্দিন আহমদ বাবলুর সহধর্মীনী ড. প্রফেসর মেহজাবিন রহমান।
প্যানেল মেয়র জোবায়েরা নার্গিস খান, ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, সহকারী এটর্নী জেনারেল আবুল হাসেম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক এলাকা কল্যাণ সমিতির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক এড: জিয়া উদ্দিন আহম্মদ, মিসেস জিনাত কোহিনুর, মিসেস দিলোয়ারা ইউসুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক হোসেন, ক্রীড়া সম্পাদক লুৎফুল করীম সোহেল, নুরুল আবছার, ওসমান গণি, রিজিয়ার সুলতানা, আমিরুল ইসলাম, মো: আলী চৌধুরী, সিএস মাহমুদ, আতাউল করীম চৌধুরী, নিজাম উদ্দিন নিজু, দিলরুবা আফরোজ ও এনামুল হাসান প্রমুখ। সার্বিক তত্তাবধানে বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক তারিকুল ইসলাম সেন্টু।
প্রধান অতিথি আরো বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে তৈরী পিঠায় ভরে উঠেছে চান্দগাঁও আবাসিক। পিঠা উৎসব এর মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আবাসিক এলাকা কল্যাণ সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।প্রধান বক্তা হাসান মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলার পিঠা এই মেলায় প্রদর্শিত হয়। এলাকায় বসবাসকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং তরুনদেরকে পিঠার সাথে পরিচিতি করাই মুল উদ্দ্যেশ্য। তিনি বলেন একটি উৎসব মুখর পরিবেশে আমরা সকলেই এই উৎসব উপভোগ করেছি। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।