নিজস্ব প্রতিবেদক >>অজানা বাংলাদেশ
বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রামের দক্ষিণ জেলায় যাতায়াতের অন্যতম মাধ্যম কর্ণফুলী সেতু (শাহ আমানত সেতু), ব্রিটিশ আমলে নির্মিত কালুরঘাট সেতু এবং চট্টগ্রাম আনোয়ারা-বাঁশখালী সংযোগস্থলে ব্যস্ত সেতু তৈলারদ্বীপ। সরকারি নির্দেশনা অনুযায়ী এ ৩ সেতুতে রোববার (১ মার্চ) থেকে কোনো টোল ছাড়াই চলবে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি কার্যকর হচ্ছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, চট্টগ্রামের সেতুগুলোতে টোল আদায় করতে গিয়ে আটকে দেওয়া হতো জরুরি রোগী ও মরদেহ পরিবহনকারী অ্যাম্বুলেন্স।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন পর রোগী বহনকারী অ্যাম্বুলেন্স প্রকৃত অর্থে ‘জরুরি’ হিসেবে স্বীকৃতি পাওয়ার ফলে বন্ধ হবে এসব সেতু পারাপারে টোল আদায়ের হয়রানি। মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে সড়ক, ফেরি ও সেতুতে আর কোনো টোল দিতে হবে না।
সরকারি ও বেসরকারি সব অ্যাম্বুলেন্স এই টোল মওকুফের আওতায় থাকবে। এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা হয়েছিল এমনই একটি আদেশ। যা সোমবার (১ মার্চ) থেকে কর্যকর করার কথা জানানো হয়েছিল ওই আদেশে।