আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন কোতোয়ালী থানা শাখা কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১১ মার্চ নগরীর লালদীঘি জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন আল্লামা মুহাম্মদ নূরুল আবছার আলকাদেরী। প্রধান অতিথি ছিলেন মহানগর আহলে সুন্নাত সভাপতি আল্লামা শাহ নূর মোহাম্মদ আল কাদেরী। অতিথি ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল নবী আলকাদেরী ও নগর অর্থ সম্পাদক মুহাম্মদ দস্তগীর আলম। সভায় প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে ১০১ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জমা’আত কোতোয়ালী থানা শাখা গঠন করা হয়।
নবনির্বাচিতরা হলেন, সভাপতি আল্লামা নূরুল আবছার আলকাদেরী, সিনিয়র সহ-সভাপতি ড. মাওলানা মতিউল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ সেলিম, মাওলানা ইব্রাহিম, আবদুস সাত্তার, আব্দুস সাত্তার মোল্লা, মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, আ ব ম খোরশিদ আলম খান, মুহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ মুহাম্মদ এয়াকুব, আব্দুল মাবুদ আশরাফী, মোহাম্মদ ফারুক, মাওলানা ইলিয়াস, মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ চৌধুরী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফজল আহমদ, মাওলানা আব্দুল হাকিম, আবু নাসের আজাদ, মাওলানা জুবায়ের, মাওলানা হেলালুদ্দিন চিশতী, মাওলানা আব্দুস সোবহান, মোহাম্মদ মুসলিম,
মাওলানা মাহমুদুল হক, মাওলানা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুচ্ছাফা আলকাদেরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কাদেরী, নাছির দস্তগীর, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক নুর হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ আবু তৈয়ব রেজাউল মোস্তফা, সহ-প্রচার সম্পাদক মাওলানা নেজামুদ্দিন আশরাফী, দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর, শ্রম বিষয়ক সম্পাদক মফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক আহমদুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক রেজাউল করিম, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ সাহাবুদ্দিন।
এর আগে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী বলেন, সুন্নিয়তই মানবমুক্তির শাশ্বত রূপরেখা। সুন্নিয়তের দর্শন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন। ব্যক্তি পরিবার সমাজ অর্থনীতি ও রাষ্ট্রীয় সকল বিষয়ে সুন্নিয়তের উজ্জ্বলতর দিকনির্দেশনা রয়েছে। তাই খন্ডিতভাবে নয়, সুন্নিয়তের পূর্ণাঙ্গ জীবন দর্শন অনুসরণ করে আমাদেরকে মুক্তির গন্তব্যে পৌঁছুতে হবে। সভাপতির বক্তব্যে আল্লামা নূরুল আবছার আলকাদেরী বলেন, সুন্নিয়তের দর্শনের বাইরে যা আছে তাতে মানবমুক্তির নির্দেশনা খুঁজে পাওয়া যায় না। ইহকালীন শান্তি এবং পরকালীন অনন্ত জীবনে পরিত্রাণ পেতে আমাদেরকে পরিপূর্ণভাবে সুন্নিয়তের দর্শন আঁকড়ে ধরতে হবে। পরে মুসলিম উম্মাহর কল্যাণ এবং করোনা ভাইরাসসহ যাবতীয় দুর্যোগ-দুর্বিপাক থেকে আল্লাহর রহমত কামনায় মোনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ্ নূর মোহাম্মদ আলকাদেরী।