আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ২২-৩০-৩১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের মনোনীত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নীলু নাগের সমর্থনে এক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়, উক্ত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন
নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক। আমি সেই প্রতীক পেয়েছি। বিজয়ী হলে চট্টগ্রামের চলমান উন্নয়ন অব্যাহত রাখব। চট্টগ্রাম বিনোদন কেন্দ্রের অপর্যাপ্ততা রয়েছে, তার ব্যবস্থা করব। ব্রজ ব্যবস্থাপনা কে ঢেলে সাজানো হবে। সুন্দর, নান্দনিক ও পরিবেশবান্ধব চট্টগ্রামে গড়তে কাজ করব। এতে আরো উপস্থিত ছিলেন মতিউর রহমান চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। মাহবুবুল হক সুমন যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ চট্টগ্রাম মহানগর খলিলুর রহমান নাহিদ সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উক্ত পথসভায়
নির্বাচনী প্রচারণা শুরু হয় ইসলামিয়া কলেজ মোড় থেকে শুরু হয়ে দারোগা হাট মাঝিরঘাট পূর্ব মাদারবাড়ী চত্বর সিটি কলেজ নিউমার্কেট চত্বর স্টেশন রোড বিআরটিএ রিয়াজ উদ্দীন বাজার সড়ক নিউ মার্কেট মোড় আলকরণ এসে শেষ হয়।