
চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের রোড়ের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় ট্রাক এবং যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে গাড়ীর চালক ও হেলপার সহ ১৩জন নিহত হয়েছে এবং ৭জন গুরতর আহত হয়েছে। ২১ মার্চ (শনিবার) রাত সাড়ে ৯ টায় উল্লেখিত স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন যথাক্রমে উত্তর হারবাং রোডপাড়ার আব্বাস উদ্দিনের পুত্র সাংবাদিক কাইছার হামিদের ছোট ভাই জসিম উদ্দিন(২৮) ও তাঁর ছোট ভাই বেলাল উদ্দিন তওরাত(২০), পশ্চিম চুনতি এলাকার মো: সিরাজ (৫৫),উত্তর হারবাং কাট্টলীর রশিদ আহমদ প্রকাশ রইস্যা, আজিজনগর হিমছড়ির মো: এনাম (৩৬), কক্সবাজারের ইদগার বাসিন্দা কৃষিব্যাংক আজিজনগর শাখার কর্মকর্তা কালামিয়ার পুত্র বাদশা(৪৫), আজিজনগর ভিলেইজার পাড়ার লালু ফকির, আজিজনগর ইসলাম ট্রেডিং এলাকার মোস্তাফিজ খলিফার পুত্র জসিম উদ্দিন, লেদু ফকির, আনোয়ার হোসেন ও জহির উদ্দিন। বড়হাতিয়া হরিদারঘোনার রুবেল (২৪)।
চুনতি মির্জারখীল এলাকার আব্দুর রশীদের পুত্র সিরাজুল ইসলাম (৪২)। এ ঘটনায় আরো ৭জন গুরতর অাহত হয়েছে। আহতদের মধ্যে হারবাং এলাকার বেলালের পুত্র নবী হোসেন ও লোহাগাড়া সদর টেন্ডল পাড়ার হাছি মিয়ার পুত্র সাইফুল সহ ৩জন অাশংকা জনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমূখী একটি মালবাহী ট্রাক ( ঢাকা মেট্টো-ট–২২-৩৯৪৮) এর সাথে আমিরাবাদ স্টেশন থেকে ছেড়ে যাওয়া চকরিয়া অভিমূখী একটি যাত্রীবাহী পিক-আপ ( ম্যাজিক) গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরো ২ জন এবং হাসপাতালে ১জনের মৃত্যু হয়।এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াসিন অারাফাত এবিটিভি কে বলেন, নিহতদের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে এবং দূর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে।