ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জেরর ছাতকে নভেল করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনীর কর্মকর্তাদের নিয়ে এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের হল রুমে সভা না করে পরিষদের খোলা মাঠে ৩ ফুট দুরত্ব বজায় রেখে সকলেই সভায় অংশ নেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো.লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়, ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার,
ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াস আহমদ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হেকিম, কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ার পীর আবদুল খালিক রাজা, ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাথসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।সভায় বক্তারা বলেন, সংক্রামক ব্যাধী করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে গণসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও করণীয় সম্পর্কে বিফ্রিং করা হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সতর্কতা মূলক মাইকিং করা হয়েছে।
এরই মধ্যে ৬শ’র অধিক প্রবাসী বিভিন্ন দেশ থেকে এসেছেন। বিদেশ ফেরত প্রবাসীদের অনেকেই ১৪দিনের হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও অনেকেই তা মানছেন না। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে পৃথক কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের সতর্ক বার্তায় হিসেবে গণজমায়েত, সভা-সমাবেশ, ওরস, ওয়াজ মাহফিল, কীর্ত্তনসহ ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।