
আমি ২২ নং এনায়েত বাজার, ৩০ নং মাদারবাড়ি, ৩১ নং আলকরন ওয়ার্ডের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের মধ্যে যাদের বাড়িতে ভাড়াটিয়া থাকেন সেই ভাড়াটিয়া দের অবস্থা বিবেচনা করে তাদের শুধু মাত্র গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল ছাড়া বাকি বাড়ি ভাড়া মওকুফ করা যায় কিনা তা বিবেচনার জন্য বিনীত অনুরোধ করছি।
প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বাড়িওয়ালার সাথে কথা বলে অনুরোধ করব। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা যদি একে অন্যের পাশে না দাঁড়াই তবে এই সংকটময় সময় হতে উত্তরন সম্ভব হবে না। আপনার এলাকায় বিদেশ হতে এসে কেউ যদি ঘোরাঘুরি করে তবে তার পরিচয় ও ঠিকানা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর অনুরোধ করছি৷
আশা করবো বর্তমান সংকটাপন্ন অবস্থা হতে উত্তরণের জন্য সকলে নিজ নিজ অবস্থান হতে সরকার – আইন শৃঙ্খলা বাহিনী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কে সহযোগিতা করবেন। একটি কথা মনে রাখবেন ” মানুষ মানুষের জন্যে ” অতএব সকলে ঘরে থাকুন। আপনাদের সকলের কল্যাণ কামনা করছি