মোঃ বাকি বিল্লাহ চৌধুরী :এবি টিভি
করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য নেতা-কর্মীদের সাধারণ জনগণের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ’র নেতৃত্বে বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার নতুন ব্রীজ এলাকায় আজ শনিবার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন
করা করা হয়।শহীদুল আলম শহীদ এবি টিভি কে বলেন, বর্তমান সময়ে মহামারী করোনা ভাইরাসের পরিস্থিতিতে দেশের সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে আমার নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাব ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃসাকেরুল ইসলাম শাকিব,নিজাম উদ্দিন, হেলাল উদ্দিন, রাশেদুল ইসলাম,মোঃ রেজাউল,শহীদুল্লাহ্ সহ প্রমুখ।