ছাতক প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, শতাধিক শ্রমজীবিদের মাঝে মাক্স ও সাবান বিতরণ করেছে আর্তমানবতার সেবায় নিউজিত সামাজিক সংগঠন রুহুল আমিন ফাউন্ডেশন। আজ রবিবার দিনব্যাপী ছাতকের গোবিন্দগঞ্জ ও দক্ষিণ খুরমা ইউনিয়নের কয়েকটি পয়েন্টে সামাজিক দূরত্ব বজায় রেখে এগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জাপা সভাপতি আবুল লেইচ মোঃ কাহার, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান আহমদ, সাংবাদিক আক্তার হোসাইনসহ প্রমুখ।