মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শার বাগআঁচড়ায় মটরসাইকেল দূর্ঘটনায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছে । আজ রবিবার (২৯ই মার্চ) সন্ধ্যার সময় আমলা নামক স্থানে এ ঘটনা ঘটে। সে বাগআঁচড়া মসজিদের ইমাম । নিহত শার্শা বাগুড়ী গ্রামের মহিউদ্দিনের ছেলে।বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুকদেব মন্ডল জানান আব্দুল রাজ্জাক হুজুর গোগা থেকে মটরসাইকেলে করে বাগআঁচড়ায় আসার সময় আমলায় নামক স্থানে একটি আলমসাধুর সাথে মূখোমূখি সংঘর্ষ হয়। এ সময় মটরসাইকেল আরোহী ঘটনা স্থলে মারা জান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।