করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৯ মার্চ রবিবার চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী ও ফিরিঙ্গীবাজার এলাকায় ৩টি মসজিদ, ফিরিঙ্গীবাজার ও নন্দনকানন এলাকায় ৩টি মন্দির, নন্দনকাননস্থ বৌদ্ধ বিহার ও পাথরঘাটাস্থ গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পরিচালিত সুবিধা বঞ্চিত শিশু নিকেতনের ছাত্র ছাত্রীদের মাঝে ফ্রি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে মেমন হাসপাতাল ও যুব উপ প্রধান-২ এর নেতৃত্বে রেলওয়ে কলোনীর ঘনবসতি এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানো ও সচেতনতামূলক মাইকিং করা হয়। কার্যক্রমে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, জেলা ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটি ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপ প্রধান-২ মো: মঈনুল ইসলাম, কার্যকরী পর্ষদের বিভিন্ন বিভাগের সদস্যবৃন্দ সহ যুব স্বেচ্ছাসেবকরা। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ব্যবস্থাপনায় সাতকানিয়া উপজেলায় যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সাতকানিয়া পৌরসভাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।