করোনা পরিস্থিতিতে পটিয়ার চাপড়া ও দ্বীপকালা এলাকার কর্মহীন নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চাপড়া ও দ্বীপকালা তরুণ একতা সংঘ। মঙ্গলবার (৩১ মার্চ) চাপড়া ও দ্বীপকালা এলাকায় সংগঠনটির উদ্যোগে দেড় শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে একই সংগঠনের উদ্যোগে এলাকার মানুষের মাঝে লিফলেট, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
সংগঠনটির অন্যতম সিনিয়র সদস্য মো. ইউনুস আলী লিটন বলেন, ‘চলমান পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় রয়েছে অসংখ্য দিনমজুর, শ্রমিকসহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষ। এই কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি আমরা।’ প্রদত্ত সামগ্রীর মধ্যে রয়েছে- চার কেজি চাল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক কেজি মসুর ডাল, ১টি সাবান ইত্যাদি।
আরেক সিনিয়র সদস্য সুজন মাঝি বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে চাপড়া ও দ্বীপকালা ইউনিয়নের দরিদ্র মানুষের জন্য আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’ খাদ্যসামগ্রী বিতরণের সময় চাপড়া ও দ্বীপকালা তরুণ মোড়ল একতা সংঘের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনুস আলী লিটন, ইমতিয়াজ অভি, সুজন মাঝি, তারেক, সুমন, সাগর, জানি আলম, রোকন, সায়েম, জয়নাল, সুমন, সেলিম, রাশেদ, জামাল, সাব্বির, তারেক, লিটন প্রমুখ।