মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই চীর সত্য কথাগুলো চরমভাবে উপলদ্ধি করে কোরবানীগঞ্জস্থ সাহেব পুকুর লেইন যুব কমিটি সমাজের নিঃস্ব, দুস্থ, সুবিধা বি ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে যুবকরাই দেশের প্রাণশক্তি। অদ্য ৩১ শে মার্চ ২০২০ইং তারিখে সাহেব পুকুর লেইন যুব কমিটির কার্যালয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ৫ (পাঁচ) শতাধিক পরিবারের মাঝে বিতরণ ও তিনটি মসজিদে সাবান বিতরণ কালে প্যানেল মেয়র ও ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী উপরোক্ত কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা যথাক্রমে-দৈনিক আজাদীর সিনিয়র এডিটর খোরশেদ আলম, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, সংগঠনের প্রধান উপদেষ্টা আকতার মিয়া, মো: ইকবাল, রতন বণিক, আবুল কালাম, মো: আবছার মিয়া, আবু বক্কর, মো: ওয়াসিম, সংগঠনের সদস্য জোবায়ের, ইমতিয়াজ সোহেল, সংগঠনের সদস্য সচিব সালাউদ্দিন সুমন, রেদোয়ান খান রনি, ইমতিয়াজ উদ্দিন হিরু, মো: দিদার, মো: ওমর, মো: হাসান, মো: শাহজাহান, মো: আমজাদ, মো: দেলোয়ার, সুমন ঘোষ, জিয়া উদ্দিন আহমদ প্রমুখ। সংগঠনের কর্মীবাহিনীরা দুস্থদের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেন এবং রাস্তায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।