কোবিড ১৯ করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষায় কবরস্থান ও মাজারে জনসমাগম না করতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। মুসলমানদের কাছে পবিত্র এই রাতে মহামারী তৈরি করা এই ভাইরাস সংক্রমণ থেকে পরিত্রাণ কামনা করে ঘরে বসে বিশেষ দোয়া করার আহ্বান জানানো হয়েছে। আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ শবে বরাত পালিত হবে। মুসলমানরা এ রাতে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগির মাধ্যমে অতিবাহিত করেন। ইসলামিক ফাউন্ডেশনের এক সাংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বে নভেল করোনাভাইরাস পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে।
বাংলাদেশেও এর প্রভাব দৃশ্যমান হচ্ছে। বিরাজমান পরিস্থিতিতে ‘মহিমান্বিত এ রজনীতে’ নিজ নিজ বাসস্থানে অবস্থান করে ইবাদত করার সময় দেশের জন্য এই পরিস্থিতির জন্য বিশেষ দোয়া করার আহ্বান করা হয়েছে। এছাড়া দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকসহ সবাইকে এই দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইতোপূর্বে লক্ষ করা গেছে যে, পবিত্র শবে বরাতে জিয়ারতের জন্য কবরস্থান ও মাজারে অনেক লোকের সমাগম হয়। এছাড়া কবরস্থান ও মাজারের ভিতরে ও বাইরে অনেক ভিক্ষুক, অসহায়, অস্বচ্ছল, প্রতিবন্ধী ও রোগাক্রান্ত ব্যক্তি সাহায্যের জন্য সমাবেত হয়।